Comments

ads

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর

সামরিক ও ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর সম্প্রতি 4 টি পদে মোট 6 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু 05-01-2020 থেকেেএবং আবেদনের শেষ সময় 26-01-2020 পর্যন্ত। 


পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ 02টি
বেতন স্কেলঃ 10200- 24680/-
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ব্যবহারে দক্ষতা, এবং শর্টহ্যান্ড- এ প্রতি মিনিটে গতি ইংরেজী-70 শব্দ, বাংলা- 45 শব্দ এবং কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি: ইংরেজী-30 শব্দ এবং বাংলা- 25 শব্দ। 

পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ 02টি
বেতন স্কেলঃ 8250-20010/-
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ 01টি
বেতন স্কেলঃ 8250-20010/-
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস।

 পদের নামঃ পরিচ্ছন্নতা কর্মী
পদ সংখ্যাঃ 01টি
বেতন স্কেলঃ 8250-20010/-
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস। 

1নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 
গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাংগাইল, ময়মনসিংহ, শেরপুর, ব্রাক্ষনবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝালকাটি, ও পটুয়াখালী জেলা তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

2, 3 ও 4 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 
মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাংগাইল, জামালপুর, শেরপুর, ব্রাক্ষনবাড়ীয়া, চাঁদপুর, লক্ষীপুুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী এবং সুনামগঞ্জ জেলা তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধি প্রার্থী  আবেদন করতে পারবেন।


আবেদনের যোগ্যতাঃ 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বসয়সীমার শর্তাবলী জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে।

চাকরী আবেদনের বয়সঃ
 প্রার্থীর বয়সঃ 01-12-2019 ইং তারিখে 18 থেকে 30 বছরের মথ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স 32 বছর।

আবেদনের নিয়মঃ
আগ্রী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী 26-01-2020 তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।

আবেদন করতে এখানে ক্লিক করুনঃ Apply Now

বিস্তার্তি নিচের বিজ্ঞপ্তিতে দেওয়া হলোঃ


সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Share on Google Plus

About ROBIUL HASAN APOLLO

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

Post a Comment