Comments

ads

জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ- 2020

 জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ- 2020
Life Insurance Corporation Circular- 2020

জীবন বীমা কর্পোরেশন সম্প্রতি 5টি পদে মোট 551 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু 12 জানুয়ারী 2020 থেকে। আবেদন করা যাবে 02 ফেব্রুয়ারী 2020 ইং পর্যন্ত।

জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি- 2020
5টি পদে মোট 551 জন নিয়োগ

পদের নামঃ উচ্চমান সহকারী

বেতন স্কেলঃ 11,000- 26590/-
পদ সংখ্যাঃ 176 টি
শিক্ষাগত যোগত্যাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যাল হতে স্নাতক পাশ।

পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

বেতন স্কেলঃ 9300- 22490/-
পদ সংখ্যাঃ 165 টি
শিক্ষাগত যোগত্যাঃ স্বীকৃত বোর্ড হতে উচ্চমা্ধ্যমিক সার্টিফিকেট (এইচ.এসসি.) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণঃ
অন্যান্য যোগ্যতাঃ (ক) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজীতে 20 শব্দে গতি। 

পদের নামঃ  অফিস সহায়ক
বেতন স্কেলঃ 8250-20010/-
পদসংখ্যাঃ 199টি
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ।

 পদের নামঃ  সহকারী ম্যানেজার
বেতন স্কেলঃ 22000- 53060/-
পদসংখ্যাঃ 10টি
শিক্ষাগত যোগ্যতাঃ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী অথবা সমমানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী। তবে অর্থনীতি গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রীপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রী, অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রীর সমতূল্য হিসেবে গণ্য করা হবে। 

পদের নামঃ জুনিয়র অফিসার (প্রকৌশলী)
বেতন স্কেলঃ 16000- 38640/-
পদসংখ্যাঃ 199টি
শিক্ষাগত যোগ্যতাঃ প্রকৌশলে স্নাতক পাশ  বা সমমানের ডিগ্রী অথবা প্রকৌশলে ডিপ্লোমা পাশ এবং উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে 3 বৎসরের অভিজ্ঞতা।

1নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। 
গোপালগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফেনী, রাজশাহী, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর

2নং  পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। 
মুন্সীগঞ্জ, শরিয়তপুর, চাঁদপুর, ফেনী, রাজশাহী, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী

3 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। 
মুন্সীগঞ্জ, শরিয়তপুর, চাঁদপুর, নোয়াখালী, নড়াইল, বরিশাল, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী


আবেদনের নিয়মাবলিঃ 
আগ্রহী প্রার্থীগণ অবশ্যই অনলাইনের মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পুরণ Online a রেজিষ্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক ফরম পূরণ করে আবেদন করতে হবে। অসম্পূর্ণ / ভূল তথ্য সম্বলিত আবেদন কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকে বাতিল করা হবে। 

আবেদনকারীর বয়সঃ 
(ক) 01 জানুয়ারী 2020  তারিখে সর্বনিম্ন 18 বছর এবং অনূধ্ব 30 বছর।
(খ) শারীরিক প্রতিবন্ধি ও মুক্তিযোদ্ধ/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র- কণ্যাদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে মুক্তিযোদ্ধ/শহীদ  মুক্তিযোদ্ধাদের পুত্র/ কণ্যার/ কণ্যাদের ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রার্তীদের বয়স অনূধ্ব 30 বছর। 
(গ) বয়স সম্পর্কিত লিপিবদ্ধ জন্ম তারিখ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে না। বয়স প্রমাণের ক্সেত্রে স্বীকৃত শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষায় সরকারী/আধা- সরকারী সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশাই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনুমতির মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থান করতে হবে। 
এতিম নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী (জেলা কোটা বর্হিভূত)

আবেদনের সময়সীমাঃ 
আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ 12-01-2020 খ্রিঃ সকাল 10.00 ঘটিকা।
আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শেষের তারিখ ও সময়ঃ 02-02-2020 খ্রিঃ বিকাল 05.00 ঘটিকা পর্যন্ত। 

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুনঃ Apply Now

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবেঃ 

Life Insurance Corporation Circular- 2020

Life Insurance Corporation Circular- 2020





Share on Google Plus

About ROBIUL HASAN APOLLO

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

Post a Comment